ব্রেকিং নিউজঃ অবশেষে খালেদা জিয়াকে নিয়ে মুখ খুললেন সেনাপ্রধান

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও সাবেক সেনা প্রধানের স্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান । সাবেক এই প্রধানমন্ত্রী যেন খুব দ্রুত সুস্থ হয়ে যান তিনি দোয়া করেছেন।

আজ ২ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৮ টা ৩০ মিনিট গুলশান চেয়ারপার্সন বাস ভবনে ৪০ মিনিটের সাক্ষাত শেষে চেয়ারপার্সন নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) ফজলে এলাহি আকবরের মাধ্যমে এ কথা জানিয়েছেন।

বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র স্বাস্থ্যের খোঁজ নিতে সেনাপ্রধান গুলশানে এসেছেন। এসময় মেজর জেনারেল (অবঃ) ফজলে এলাহি আকবর স্বাগতম জানিয়েছেন।
সেনাপ্রধানের সাথে তার সহধর্মিণীও ছিলেন।

খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নিতে প্রায় ৪০ মিনিট তিনি অবস্থান করেছিলেন।