মাত্র পাওয়াঃ ভারতে প্রথমবার মোদির সাথে প্রকাশ্যে শেখ হাসিনা

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি এখনো ভারতে অবস্থান করছেন। এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেখ হাসিনার একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ‘ভারতে প্রথমবার প্রকাশ্যে শেখ হাসিনা।’

ওই দাবিতে একটি ভিডিওটি ফেসবুকে প্রচার করেছেন অনেকেই।

তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানায়, ভিডিও সাম্প্রতি সময়ের নয়, বরং অনেক পুরনো।
74123654

বুধবার রাতে এক প্রতিবেদনে রিউমর স্ক্যানার জানায়, ভারতে প্রথমবার প্রকাশ্যে শেখ হাসিনা-শীর্ষক দাবিতে প্রচারিত দৃশ্যটি সাম্প্রতিক সময়ের বা ভারতে ধারণকৃত নয়। বরং ২০২২ সালে যুক্তরাজ্যে ধারণকৃত শেখ হাসিনার একটি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে BB/Brompton Brother Channel নামক একটি ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৯ সেপ্টেম্বরে ‘Sheikh Hasina, Bangladesh Prime Minister, comes out of Hotel Claridge’s in London on 18/09/2022.’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়।

ওই ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে সাদৃশ্য পাওয়া যায়।

ইউটিউবে প্রচারিত ওই ভিডিওতে উল্লেখ করা হয়, এটি ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর ব্রিটেনের রানির শেষকৃত্যের আগের দিন ধারণকৃত।

পরবর্তী অনুসন্ধানে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের ফেসবুক অ্যাকাউন্টে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বরে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। ওই পোস্টে শেখ হাসিনার একাধিক ছবি ও ভিডিও সংযুক্ত করা হয়, যার সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য পাওয়া যায়।

ওই পোস্টে উল্লেখ করা হয়, শেখ হাসিনা যুক্তরাজ্যের রাজা কর্তৃক আয়োজিত রাষ্ট্রপ্রধানদের সংবর্ধনায় যোগ দিতে বাকিংহাম প্যালেসে যাওয়ার পথে এই ছবি ও ভিডিওগুলো ধারণ করা হয়েছে। পোস্টটিতে যুক্তরাজ্যের Claridge’s হোটেলকে স্থান হিসেবে ট্যাগ করা হয়। উল্লেখ্য, উপরোল্লিখিত ইউটিউব ভিডিওটিতেও ভিডিওটির স্থান হিসেবে একই হোটেলের নাম উল্লেখ করা হয়েছিল।

এরই সূত্র ধরে গুগল ম্যাপে অনুসন্ধান করলে যুক্তরাজ্যের লন্ডনের Claridge’s হোটেলের পারিপার্শ্বিক অবস্থার সাথে প্রচারিত ভিডিওটির পারিপার্শ্বিক অবস্থার তুলনা করলে সাদৃশ্য পাওয়া যায়, যা নিশ্চিত করে প্রচারিত ভিডিওটি যুক্তরাজ্যের লন্ডনের Claridge’s হোটেলের সামনে ধারণ করা হয়েছে।

এ ছাড়া প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার গণমাধ্যম প্রথম আলোতে ২০২২ সালের ১৫ সেপ্টেম্বরে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনে জানা যায়, রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ সেপ্টেম্বর ২০২২ সালে ঢাকা ছেড়েছিলেন।

সফরসূচি অনুযায়ী, শেখ হাসিনা ১৮ সেপ্টেম্বর ২০২২ তারিখে বাকিংহাম প্যালেসে রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে রাজার এক সংবর্ধনায় যোগ দেবেন এবং ২০২২ সালের ১৯ সেপ্টেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নেবেন।
এ ছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ওয়েবসাইটে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যান্য দেশের নেতাদের সঙ্গে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের দেওয়া অভ্যর্থনায় যোগ দেন।

প্রতিবেদনে আরো বলা হয়, রাজা চার্লস ও কুইন কনসোর্ট ক্যামিলা পার্কার প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত রাষ্ট্রপ্রধান ও রাজপরিবারের সদস্যদের সম্মানে এ অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেন। ওই দিন ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় (স্থানীয় সময়) শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও এ অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তা ছাড়া প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে ভারতে এখন পর্যন্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে দেখা যাওয়ার বিষয়ে কোনো নির্ভরযোগ্য সূত্রে তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং ২০২২ সালে যুক্তরাজ্যে ধারণকৃত শেখ হাসিনার একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে ভারতে শেখ হাসিনার প্রথমবার প্রকাশ্যে আসার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।