এক নারী অভিযোগকারীর সামনে হস্তমৈথুন করার দায়ে বরখাস্ত হয়েছেন পুলিশের এক কর্মকর্তা। বেশ কয়েকদিন ধরেই ওই নারীর অভিযোগ নেওয়ার নাম করে ডেকে আনিয়ে তার সামনে হস্তমৈথুন করছিলেন ভীষ্ম পাল সিং নামে এই পুলিশ সদস্য।
ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ঘটেছে এ ঘটনা। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, ওই নারী কয়েকদিন ধরেই মানসিক নিপীড়নের শিকার হচ্ছিলেন। বারবার এ ঘটনার শিকার হয়ে পুলিশ কর্মকর্তা ভীষ্ম পাল সিংকে উচিত শিক্ষা দিতে তিনি ভিডিও ধারন করেন। পরে ইন্টারনেটে ছেড়ে দেন। মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিওটি।
ওই নারী বলেছেন, অভিযোগ দায়ের করার জন্য তিনি ওই পুলিশ কর্মকর্তার চেম্বারে গিয়েছিলেন। তখনই তিনি তার সামনে নিজের যৌ.না.ঙ্গ স্পর্শ করেন। এর আগেও ওই নারীর সামনে অনেকবার থানার মধ্যেই একই অপকর্ম করেছেন ভীষ্ম পাল। তাকে বারবার ডাকিয়ে আনতেন। জমি সংক্রান্ত বিবাদ নিয়ে থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন ওই নারী। সঙ্গে তার মেয়েও ছিল।
Viral News BD Most Popular Bangla News & Entertainment.