আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার সেজো বোন মেহেরুন নেছা (৭০) গতকাল বৃহস্পতিবার রাত ১টা ৫০ মিনিটে ঢাকার বাসাবো এলাকায় নিজের বাসায় ইন্তেকাল করেছেন।ফ্যামিলি ট্যুর প্যাকেজ
মেহেরুন নেছার মৃত্যুর খবর তার বড় ছেলে সিরাজিস সালেকীন রিমন নিশ্চিত করেছেন। তিনি জানান, মেহেরুন নেছা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং তিনবার ব্রেইন স্ট্রোক হওয়ার পাশাপাশি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মেহেরুন নেছা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোজাফফর আহমদ মিয়া বাড়ির হোচ্ছাম হায়দারের স্ত্রী ছিলেন। তিনি দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ আসর তার গ্রামের বাড়িতে জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুর সংবাদে আওয়ামী লীগ পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
Viral News BD Most Popular Bangla News & Entertainment.