ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির নিচে পাঁচতলা ভবনের সন্ধান পাওয়ার দাবি করেছেন ছাত্র-জনতা।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, মাটির নিচে বেশ কয়েকটি কক্ষ রয়েছে, যেগুলো রহস্যজনকভাবে পানিতে পরিপূর্ণ। সেখানে পাওয়া গিয়েছে ভাঙা হেলমেট, ব্রাশ স্যান্ডেল সহ অনেক কিছুই। তিন তলা অব্দি যাওয়া যাচ্ছে- এর নিচে পানি দিয়ে পূর্ণ করে রাখা!
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত থেকে বাড়িটিতে ব্যাপক ভাঙচুরের চালানো হয়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকেও সেখানে মানুষের ভিড় ছিল। ধানমন্ডি ৩২ নম্বরে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘বাড়ির নিচে আমরা কয়েকটি কক্ষের সন্ধান পেয়েছি, কিন্তু সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি, কারণ পুরো জায়গাটি পানিতে ভরা। এটা খুবই সন্দেহজনক। কি আছে এই আন্ডারগ্রাউন্ডে? জানা যাবে আগামীকাল সকালে!
সেখানে উপস্থিত আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ‘এ বাড়ির নিচতলার পাঁচতলা কাঠামোতে আওয়ামী লীগ তাদের নিজস্ব বাহিনী দিয়ে আরেকটি আয়নাঘর তৈরি করেছে।’ দেশের রাজনীতিতে ঘটনাবহুল ৫ তারিখ ছাত্র-জনতার দাবি, এ গোপন কাঠামো আয়নাঘর হতে পারে, যেখানে গোপনে নির্যাতন চালাত শেখ হাসিনার বাহিনী।
ডিজিএফআই, ডিবি আয়না ঘরের আড়ালে হাসিনা দল আওয়ামী লীগ আরেক নতুন আয়না ঘর তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এ নিয়ে প্রত্যক্ষদর্শীরা বলছেন, তদন্তের মাধ্যমে এর সত্যতা যাচাই করা দরকার।