দীর্ঘ ৭ বছর পর আবারও চালু হচ্ছে ইসলামাবাদ-ঢাকা সরাসরি ফ্লাইট। পাকিস্তানের বেসরকারি এয়ারলাইনস ফ্লাই জিন্নাহ এই রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে। এর ফলে সমুদ্রপথের পর এবার আকাশপথেও সরাসরি সংযোগ স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান।
তবে ফ্লাইট চলাচল নিয়ে শুরু হয়েছে নতুন এক বিতর্ক। ঢাকা-করাচি রুটের জন্য ফ্লাইটটিকে ভারতের আকাশসীমা ব্যবহার করতে হবে, যা নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ফ্লাইটটি পশ্চিমবঙ্গ, বিহার, লখনৌ, নয়াদিল্লি ও রাজস্থানের ওপর দিয়ে পাকিস্তানে প্রবেশ করবে। বিকল্পভাবে, এটি পাঞ্জাবের পরিবর্তে রাজস্থান হয়ে করাচি যেতে পারে। তবে ভারত পাকিস্তানের বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে কিনা, তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে।
এ বিষয়ে এখনো ভারত সরকার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ভারত এই রুট নিয়ে কী সিদ্ধান্ত নেয়, তার ওপর নির্ভর করবে ফ্লাইট চলাচলের ভবিষ্যৎ।
Viral News BD Most Popular Bangla News & Entertainment.