নতুন ষড়যন্ত্র শুরু, কক্সবাজার বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, নিহত ১

২৪ ফেব্রুয়ারি, সোমবার কক্সবাজারের বিমানবাহিনীর ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলাটি বিমানঘাঁটির পাশের সমিতি পাড়া এলাকায় সংঘটিত হয়।

ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে, যেখানে বলা হয়, কিছু দুর্বৃত্ত রাতের বেলায় এই হামলা চালায়। এর পরপরই বাংলাদেশ বিমান বাহিনী পরিস্থিতি মোকাবিলা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

সর্বশেষ পাওয়া খবরে জানা যায়, এ হামলায় নিহতের সংখ্যা ১ জন।