ঢাকার রামপুরার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার সঙ্গে থাকা ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু রাতে নিজের কাছে এত স্বর্ণ রাখার কারণ কি- এমন প্রশ্ন ছিল অনেকেরই। এবার জানা গেল সেই কারণ।
গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ওই বাড়িতেই থাকেন আহত আনোয়ার। তিনি বনশ্রী সি ব্লকের ৫ নম্বর রোডের অলংকার জুয়েলার্স এর মালিক। আহত আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বন্ধু মজিবুর রহমান তাকে হাসপাতালে নিয়ে আসেন।
গণমাধ্যমকে বন্ধু মজিবুর বলেন, ‘আমার সঙ্গে আনোয়ারের ব্যবসা আছে। আমি ওর সঙ্গে ব্যবসায় জড়িত আছি। ওর দোকানের নাম অলংকার জুয়েলারি। প্রতিদিনই সে রাত সাড়ে ১০টায় দোকান বন্ধ করে। অন্য দিনের মত ঘটনার রাতেও ১১টার আগে দোকান বন্ধ করে বাসায় আসতে থাকে।’
তিনি আরও বলেন, ‘তার দোকানে এবং বাসায় দু’জায়গাতেই স্বর্ণের ভল্ট আছে। প্রতিদিনই বড় বড় স্বর্ণগুলো সে বাসায় নিয়ে আসে। দোকান থেকে বাসা হাটা পথ। তার কাছে ২০০ ভরি স্বর্ণ ছিল। নগদ এ লাখ টাকা ছিল। সে মোটরসাইকেলে করে বাসায় আসছিল। কিন্তু ৭ নম্বর রোডের মাথা থেকে তিনটি মোটরসাইকেল তাকে ফলো করে। ঠিক যখন বাসায় ঢুকবে, গেইটের সামনেই মোটরসাইকেলগুলো এসে তাকে ব্যারিকেড দেয়। এসেই এলোপাতাড়ি গুলি ও কোপ দিয়ে সব নিয়ে যায়।’
তিনি জানান, তার (আনোয়ার হোসেন) শরীরের চার জায়গাতে গুলি লেগেছে। সে দীর্ঘ ২০ বছর ধরেই বনশ্রীতে ব্যবসা করে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, ব্যবসায়ীর শরীরে কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের তার চিকিৎসা চলছে। ঘটনাটি রামপুরা থানা পুলিশকে জানানো হয়েছে।
Viral News BD Most Popular Bangla News & Entertainment.