ছোট পর্দায় নিয়মিত অভিনয় করায় ইচ্ছে ছিল বড় পর্দায় কাজ করার। একটি সিনেমায় অভিনয়ও করেছিলেন। তবে তারপরের অভিজ্ঞতা আর মেনে নিতে পারছিলেন না অভিনেত্রী তানিয়া বৃষ্টি।
রুপালি পর্দায় নায়িকা হওয়ার স্বপ্ন প্রসঙ্গে সম্প্রতি সংবাদমাধ্যমে মুখ খুলেছেন অভিনেত্রী। জানিয়েছেন তিক্ত অনুভূতির কথা।
ইমপ্রেস টেলিফিল্মের ‘ঘাসফড়িং’ সিনেমায় অভিনয়ের পর বড় পর্দায় কাজ করার আগ্রহ বাড়তে শুরু করে তানিয়ার। তবে একই সাথে বাড়তে থাকে অভিনয়ের নামে কুপ্রস্তাব আসার সংখ্যাও। তাই ‘ঘাসফড়িং’ সিনেমায় অভিনয়ের পর আর কোনো সিনেমায় অভিনয় করেননি অভিনেত্রী।
তানিয়া বৃষ্টির ভাষায়, নায়িকা হওয়ার জন্য সিনেমার প্রস্তাবের পাশাপাশি যেসব প্রস্তাব আসছিল, সেসব আর নিতে পারছিলাম না। মূলত সে কারণেই আর চলচ্চিত্রে কাজ করা হয়নি।
আরও পড়ুন: হঠাৎই প্রেম নিয়ে রহস্যময় পোস্ট পরীমণির!
ভবিষ্যতে সিনেমায় কাজ প্রসঙ্গে অভিনেত্রী তানিয়া বৃষ্টি বলেন, এই মুহূর্তে নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছি। তবে কোনো কুপ্রস্তাব ছাড়া ভালো সিনেমায় কাজের প্রস্তাব পেলে অবশ্যই কাজ করব। হয়তো একদিন হবে, সে অপেক্ষায় আছি।
বর্তমানে ‘চেয়েছিলাম’ নাটকের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তানিয়া বৃষ্টি। অসাধারণ একটি গল্পকে কেন্দ্র করে নাটকের দৃশ্যপট এগিয়েছে। অভিনেত্রী মানে করেন, দর্শকপ্রিয়তা পাবে এ নাটকটি।
Viral News BD Most Popular Bangla News & Entertainment.