সরকারি কর্মচারীদের পদোন্নতি নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জরুরি নির্দেশনায় কর্মচারীদের সদ্য তোলা রঙিন ছবি না দিলে তাদের পদোন্নতি দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
আজ রবিবার মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলম স্বাক্ষরিত অতি জরুরি এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সরকারি কর্মচারী বাতায়নে (জিইএমএস) পিডিএসের ব্যক্তিগত তথ্য হালনাগাদকরণের ক্ষেত্রে অনূর্ধ্ব ছয় মাসের মধ্যে তোলা রঙিন ছবি সংযোজনসহ সব ব্যক্তিগত তথ্য নিজ দায়িত্বে জরুরি ভিত্তিতে হালনাগাদ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যেসব কর্মকর্তা নতুন রঙিন ছবি সংযোজনসহ জিইএমএসে পিডিএসের তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হবেন, তাদের কেস পদোন্নতির জন্য বিবেচিত হবে না।
 Viral News BD Most Popular Bangla News & Entertainment.
Viral News BD Most Popular Bangla News & Entertainment.
				 
						
					 
						
					 
						
					 
						
					 
						
					