বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে প্রতি সপ্তাহেই সৌদি আরবে গ্রেপ্তার হচ্ছেন প্রবাসীরা। গত সপ্তাহেও এর ব্যতিক্রম হয়নি। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে এ সময় ১৮ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি প্রশাসন।
গত ৩ থেকে ৯ এপ্রিল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময়ে সৌদি থেকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৮ হাজার ১২৬ জন প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, ১১ হাজার ৮১৩ জনকে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে, ৪ হাজার ৩৬৬ জনকে সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন এবং ২ হাজার ৪৯০ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৪৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ২৭ শতাংশ ইয়েমেনি, ৬৯ শতাংশ ইথিওপিয়ান এবং চার শতাংশ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন। সৌদি আরব থেকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার সময়ে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় এবং নিয়োগের সঙ্গে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিববহন সুবিধা দিলে অভিযুক্ত ব্যক্তির ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।
Viral News BD Most Popular Bangla News & Entertainment.