আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের পালক বাবা (আশ্রয়দাতা) আবদুর রাজ্জাক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার একটি সরকারি হাসপাতালে রাত ৯টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মুমূর্ষু অবস্থায় বাবার পাশে না থাকায় এবার স্ত্রী রিয়া মনিকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন হিরো আলম।
বুধবার (১৬ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে হিরো আলম লিখেছেন, ‘রিয়া মনিকে আমার জীবন থেকে বয়কট করলাম। কারণ, আমার বাবা হসপিটালে, সে (রিয়া মনি) আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচ-গান করে বেড়ায় এবং তার পরিবারের কোনো সদস্য আমার বাবাকে এতদিন দেখতে আসেনি। আমার বাবা বেঁচে থাকতে হাসপাতালে দেখতে এলো না, তাহলে আমি পড়ে থাকলে সে কী করবে।’
রিয়াকে বিপথ থেকে পথে ফেরানোর চেষ্টা করার কথা উল্লেখ হিরো আলম আরও লেখেন, ‘রিয়া মনি ঢাকা শহরে বিভিন্ন বারের ডান্সার। সেখান থেকে আমি একটা ভালো পথে আনার চেষ্টা করেছিলাম। ছেড়ে দেওয়া গরু কোনোদিন ঘরে বন্দি করে রাখা যায় না। রিয়া মনি যে কত খারাপ, খুব শিগগিরই বুঝতে পারবেন আপনারা।’