বিকাশ ব্যবহারকারীদের জন্য এসেছে বড় সুখবর। এখন থেকে এই মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানটির মাধ্যমে সিটি ব্যাংক থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ নেওয়া যাবে, যা আগে ছিল ৩০ হাজার টাকা। বুধবার (১৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিকাশ।
কে পাবেন এই ঋণ?
গ্রাহকের লেনদেন ইতিহাস ও ক্রেডিট স্কোর বা ঋণমান যাচাইয়ের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে এই ঋণসীমা নির্ধারণ করবে সিটি ব্যাংক। অর্থাৎ, যাঁরা নিয়মিত বিকাশ ব্যবহার করেন এবং আর্থিক আচরণ ইতিবাচক, তাঁরা সহজেই এই ঋণ সুবিধা নিতে পারবেন।
কিভাবে পাবেন ঋণ?
ঋণ নিতে হলে বিকাশ অ্যাপে প্রবেশ করে ‘লোন’ আইকনে ট্যাপ করে কাঙ্ক্ষিত টাকার পরিমাণ নির্বাচন করতে হবে। এরপর শর্তাবলি পড়ে সম্মতি দিয়ে বিকাশ পিন দিয়ে প্রক্রিয়াটি নিশ্চিত করলে তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্টে জমা হবে টাকা। কোনো কাগজপত্র বা ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই।
ঋণ পরিশোধের নিয়ম
এই ডিজিটাল ঋণ পরিশোধ করতে হবে মাসিক কিস্তিতে, যার সর্বোচ্চ সময়সীমা ছয় মাস। নির্ধারিত তারিখে কিস্তির টাকা স্বয়ংক্রিয়ভাবে বিকাশ হিসাব থেকে কেটে নেওয়া হবে। চাইলে গ্রাহক সময় শেষ হওয়ার আগেই আংশিক বা পুরো ঋণ পরিশোধ করতে পারবেন। আগাম পরিশোধে কোনো অতিরিক্ত চার্জ নেই, বরং শুধু ব্যবহৃত সময়ের জন্যই সুদ দিতে হবে।
ডিজিটাল ঋণের সাফল্য
২০২১ সালে সিটি ব্যাংক ও বিকাশের যৌথ উদ্যোগে চালু হওয়া এই ডিজিটাল ন্যানো ঋণসেবা ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এখন পর্যন্ত ১০ লাখ গ্রাহক ৫৫ লাখ বারের বেশি ঋণ নিয়েছেন, যার আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৮০০ কোটি টাকা।
যারা এখনো পাননি, কী করবেন?
যারা এখনো এই সেবার আওতায় আসেননি, তাঁরা নিয়মিত বিকাশে অ্যাড মানি, সেভিংস, বিল পেমেন্ট ইত্যাদি কার্যক্রম চালিয়ে গেলে ভবিষ্যতে ঋণ গ্রহণযোগ্য হতে পারেন।
বিকাশ ও সিটি ব্যাংকের এই যুগান্তকারী পদক্ষেপ দেশের ফিনটেক খাতের বিকাশ ও অর্থনৈতিক অন্তর্ভুক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
Viral News BD Most Popular Bangla News & Entertainment.