মোটা হওয়ার কারণে বার বারই বডি শেমিংয়ের শিকার হতে হয় ওপার বাংলার অন্যতম আবেদনময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এমনকি, কিছুদিন আগে অভিনেত্রী রিমঝিম মিত্র পর্যন্ত তাকে ‘থলথলে বৌদি’ বলে কটাক্ষ করেছিলেনন।
সে সময় অবশ্য পাল্টাও দিয়েছিলেন শ্রীলেখা। রিমঝিমকে উদ্দেশ্য করে তিনি ইনস্টাগ্রামে প্রশ্ন রেখেছিলেন, যে আমাকে নিয়ে এরকম মন্তব্য করলেন, তিনি নিজে পারফেক্ট আছেন তো?
এভাবে বার বার সরব হয়েছেন শ্রীলেখা। একবার গানের লাইন আউড়ে নায়িকা বলেছিলেন, ‘আমাকে মোটা বলো না’। এবার তো একটি ভিডিওই বানিয়ে ফেললেন অভিনেত্রী।
ওই ভিডিওতে শ্রীলেখা দাবি করেছেন, ‘রোগা মেয়েদের নয় বরং ভালোবাসার আলিঙ্গনের সময় স্বাস্থ্যবান মেয়েদেরই বেশি পছন্দ করেন পুরুষরা। অভিনেত্রীর এই মন্তব্যে হাসির রোল পড়ে গেছে কমেন্ট বক্সে। শ্রীলেখা নিজে মোটা বলে ভিডিওতে এমন কথা বলেছেন বলে মন্তব্য অনেকের।
এর আগে অভিনেত্রী একটি পোস্টে মন্তব্য করেন, ডেটিংয়ের জন্য তার ভারতীয় ছেলে একদম পছন্দ নয়। তার চেয়ে বরং কাজের সঙ্গেই ডেট করতে ভালবাসেন তিনি। শ্রীলেখার এই পোস্টেও ব্যাপক শোরগোল পড়েছিল নেটপাড়ায়।
 Viral News BD Most Popular Bangla News & Entertainment.
Viral News BD Most Popular Bangla News & Entertainment.
				 
						
					 
						
					 
						
					 
						
					 
						
					