শাহরুখের জন্য আমার বাচ্চা নষ্ট হয়, মেজাজ হারিয়ে যে কাজ করলেন অজয় দেবগন

কাজল বলিউডের একজন অন্যতন জনপ্রিয় স্টার। একের পর এক হিট ছবি করেও, জীবনে কম ঝড় ওঠেনি তার ব্যক্তিগত জীবনে।অভিনেত্রী হিসেবে কাজলের বহুমুখী প্রতিভার আলাদা করে কোনও প্রমাণের প্রয়োজন নেই। “বাজিগর” দিয়ে বলিউডে তাঁর জায়গা পাকা করে নিয়েছে কাজল। প্রেম করে বিয়ে করেন অজয় দেবগণকে। প্রথমে ছিল বন্ধুত্বের সম্পর্ক। বন্ধুত্ব গড়ায় প্রেমে।

সম্পর্ক নিয়ে বিভিন্ন অভিযোগ থাকলে, কাজল পৌঁছে যেতেন অজয় দেবগণের কাছে। সেখান থেকেই বাড়তে থাকে সম্পর্কের গভীরতা। এভাবেই হয় মন দেওয়া নেওয়ার পালা। সম্পর্কে দুজন ঘনিষ্ঠ হতেই শুরু করলেই বিয়ের সিদ্ধান্ত নেন এই দম্পতি। তবে বিয়ের সিদ্ধান্ত প্রথম নেন কাজল নিজেই। সেসময়ে বিয়েতে কাজলের পরিবার রাজি ছিল না। কিন্তু তার পরিকল্পনায় একগুয়ে ছিলেন কাজল। কাজলের পরিবারকে তিনি জানিয়ে দেন বিয়ে করলে অজয় দেবগনকেই তিনি বিয়ে করবেন। তাতে আর বাঁধ সাধেনি পরিবার। নিজেদের ইচ্ছাতেই দিনের মধ্যে বিয়ে করেন কাজল অজয় দেবগন।

কাজল তখন কেরিয়ারের শীর্ষে। তাই কোন কাজই ছাড়া যাবে না। অন্তঃসত্ত্ব অবস্থাতেও কাজ চালিয়ে যেতেন কাজল। অল্প কিছু মাসের অন্তঃসত্ত্বা হয়ে শ্যুট করেছেন কাভি খুশি কাভি গম এর মতো ছবি। সেই শুটিং-এই কাজলের সাথে ঘটে যায় অঘটন। শ্যুট চলাকালীন অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। কাভি খুশি কাভি গম সিনেমার বোলে চুড়িয়া গানে নাচতে নাচতেই অসুস্থ বোধ করেন কাজল।

সেটে ডাক্তার দেখানো হলে জানা যায়, কাজলের সন্তান নষ্ট হয়ে গিয়েছে। আর তাতেই বেজায় চটে যান বলিউডের সিংঘম। কাজলের অসুস্থতার খবর পেয়ে অজয় দেবগন ছুটে এসেছিলেন কাভি খুশি কাভি গম এর সেটে। এসেই খবর পেয়ে খুবই কষ্ট পান অভিনেতা। এমনকি শোনা যায় তিনি মেজাজ হারিয়ে ফেলেন এই ঘটনায়। মেজাজ হারিয়ে শুটিং সেটেই কাজলকে সপাটে চড় মারেন। পরবর্তীতে সব কিছু স্বাভাবিক হয়ে গেলেও এই ঘটনা ভুলে যাননি কাজল।

এই ঘটনার পর কিছুদিন বিরতি নিয়ে ছিলেন শ্যুট থেকে। সুস্থ হয়ে ফিরে এসেছিলেন কাজে। ‌অন্তঃসত্তা হয়ে ছবির কাজ করেন অনেক অভিনেত্রীই। আলিয়া ভাট থেকে শুরু করে মাধুরী দীক্ষিত সকলেই অন্তঃসত্ত্বা অবস্থায় কোন না কোন কাজ করেছেন। অন্তঃসত্তা অবস্থায় আলিয়া ভাট করেছিলেন রকি অউর রানি কি প্রেম কাহিনি ছবির শুট, মাধুরী দীক্ষিত করেছিলেন দেবদাস ছবির শুট। তেমনই শুটে ব্যস্ত ছিলেন কাজল।