সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের আয়েশী জীবনের ছবি ও ভিডিও প্রকাশ করে থাকেন দুবাইয়ের এক নারী। তিনি দুবাইয়ের এক শীর্ষ ধনীর স্ত্রী। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। সেখানে জানিয়েছেন কোটিপতি স্বামীর কিছু ‘কঠোর’ শর্ত মেনে চলতে হয় তাকে।
যেগুলো হলো— তিনি কোনো ছেলে বন্ধু বানাতে পারবেন না। ব্যাগ ও জুতার একই রকম রঙ থাকত হবে। তিনি কোনো ধরনের কাজ করতে পারবেন না, কারণ স্বামীই তার সব খরচ দেন। রান্না করা যাবে না, কারণ তারা প্রতিদিন বাইরে গিয়ে খাওয়া-দাওয়া করেন এবং তার স্বামীর ইচ্ছা তিনি প্রতিদিন পেশাদার মেকাপ আর্টিস্ট দিয়ে মেকাপ ও চুলের যত্ন নেবেন। এরমধ্যে সবচেয়ে কঠোর শর্ত হলো তিনি কোনোদিন কোনো ছেলেকে বন্ধু বানাতে পারবেন না।
সৌদিও ফারাবিয়া নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করেছেন মিস সৌদিও নামের এই নারী। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “আপনারা আমাকে সৌদিরেল্লা নামে ডাকতে পারেন। কারণ আমি তার রাজকুমারী। আমার জন্য যেসব কঠোর শর্ত রয়েছে আমার কোটিপতি স্বামীর।”
এদিকে এই ভিডিওর নিচে অনেকেই মন্তব্য করেছেন। তাদের মধ্যে কেউ কেউ অভিযোগ করেছেন এই নারীকে তার কোটিপতি স্বামী নিয়ন্ত্রণ করছেন। একজন লিখেছেন, “কোনো অর্থ সুখ কিনতে পারে না। তবে অর্থ ছাড়া সুখী থাকার চেয়ে অর্থসহ সুখি থাকাটাই ভালো বলে মনে করি আমি।” আরেকজন লিখেছেন, “আমরা জানি, আপনার স্বামী আপনাকে নিয়ন্ত্রণ করছে, আপনাকে বিশ্বাস করে না এবং আপনাকে একটি পূর্ণ জীবন উপভোগ করতে দেয় না।” অপর একজন লিখেছেন, “দেখে মনে হচ্ছে তিনি আপনার মুখের হাসি কিনে দিতে পারে না”
 Viral News BD Most Popular Bangla News & Entertainment.
Viral News BD Most Popular Bangla News & Entertainment.
				 
						
					 
						
					 
						
					 
						
					 
						
					