উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে, আর্থিক সুরক্ষার জন্য এক অভিনব পন্থা খুঁজে বার করেন তরুণী। ঠিক করেন কুমারীত্ব নিলামে বিক্রি করবেন। অনেকে ওই নিলামে অংশ নিলেও সকলকে অতিক্রম করে যান হলিউডের এক অভিনেতা।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তরুণীর নাম লরা। ব্রিটেনের ম্যাঞ্চেস্টারের বাসিন্দা তিনি। ২২ বছর বয়সি ওই তরুণী সেখানকার একটি কলেজে পড়েন। আর্থিক সুরক্ষার জন্য তিনি নিজের কুমারীত্ব নিলামে বিক্রির সিদ্ধান্ত নেন। অনলাইন মাধ্যমে লরার কুমারীত্ব নিলামে কেনার জন্য ক্রেতারও অভাব হয় না। ক্রেতাদের তালিকায় নাকি ছিলেন সমাজের গণ্যমান্য ব্যক্তিরা। তালিকায় নাম লিখিয়েছিলেন হলিউডের এক অভিনেতাও।
তাঁর পরিচয় গোপন রাখা হলেও তিনি যে লরার কুমারীত্ব কেনার জন্য সর্বাধিক খরচ করতে রাজি হয়েছেন তা জানা যায়। ১৬ লক্ষ ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ১৮ কোটি টাকা) খরচ করে নিলামে লরার কুমারীত্ব ‘কেনেন’ তিনি। লরা আদৌ কুমারী কি না তা যাচাই করতে হলি অভিনেতার সামনে স্বাস্থ্যপরীক্ষা করা হয় লরার। তরুণীর পরিবার ধার্মিক এবং রক্ষণশীল হলেও লরার সিদ্ধান্ত সমর্থন করেছেন তাঁরা। লরার দাবি, এ বার তিনি নিশ্চিন্তে কেরিয়ারের দিকে মন দিতে পারবেন।
সূত্র: আনন্দবাজার
 Viral News BD Most Popular Bangla News & Entertainment.
Viral News BD Most Popular Bangla News & Entertainment.
				 
						
					 
						
					 
						
					 
						
					 
						
					