আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এক সহযোগীকে আটক করেছে পুলিশ। তার নাম এম এ আজিজ। তিনি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।
সোমবার (২৩ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন একটি কমিউনিটি সেন্টার থেকে পুলিশ তাকে আটক করে। তিনি তার ভাতিজার বিয়ের দাওয়াতে এসেছিলেন।আওয়ামী লীগ নেতা এম এ আজিজের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায়। তিনি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিশ্বস্ত সহযোগী ছিলেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ‘সোমবার রাতে একটি কমিউনিটি সেন্টার থেকে তাকে আমরা তাকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিডিএমএস যাচাই করে দেখা হচ্ছে—তার বিরুদ্ধে কোনও মামলা আছে কিনা।’
Viral News BD Most Popular Bangla News & Entertainment.