বাংলাদেশ-ভারত সীমান্তে বিশেষ জিনিস দেখতে জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ!

ভারতের সংবাদমাধ্যম “ইন্ডিয়া ১৮” গেল ৩ জানুয়ারি এক প্রতিবেদনে জানায়,যাওয়া যাচ্ছে না আর! এক পলক বাংলাদেশ দেখতে সীমান্তের পর্যটন কেন্দ্রে বাড়ছে ভিড়। বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর সে দেশের দায়িত্বভার এখন ইউনূস সরকারের হাতে।

প্রতিবেদনে আরো দাবি করা হয়,ড. ইউনুসের হাতে দেশের দায়িত্ব আসতেই ভারতের সঙ্গে সেদেশের সম্পর্ক নিয়ে টানাপড়েন শুরু হয়েছে। যার প্রভাব পড়েছে দুই দেশের আমদানি-রফতানি থেকে শুরু করে যাতায়াতেও। এমন পরিস্থিতিতে অনেকেই বাংলাদেশে যেতে পারছেন না।

কিন্তু এক সময়ের বন্ধুদেশ তথা দুই বাংলার কৃষ্টি কালচার ঐতিহ্য সংস্কৃতি মেলবন্ধনের এক মুহূর্তের ছোঁয়া দূর থেকে দেখতে উত্তর ২৪ পরগনা জেলার সীমান্তের পর্যটন কেন্দ্র টাকিতে ভিড় বাড়ছে পর্যটকদের।

নিউজ ১৮ এর সংবাদ প্রকাশের পর থেকে দেশজুড়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।বাংলাদেশে ভারতের নাগরিকরা আসতে পারছে না,এ বিষয়টি নিয়ে দেখা দিয়েছে প্রতিক্রিয়া।এ বিষয়ে এখন পর্যন্ত ভারত সরকার থেকে আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।কিছুদিন আগেই ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছিল বাংলাদেশের মেডিকেল রোগীদের সেবা দিতে সীমান্ত পর্যন্ত মেট্রোরেল চালু করবে ভারত।তাই ভারত থেকে কেউ বাংলাদেশে আসতে পারছে না খবরটি অসত্য।