দেশের বই বাজারে এখন এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ সময় নিষিদ্ধ থাকা ও আড়ালে পড়া বইগুলো আজকাল বেস্টসেলার হয়ে উঠেছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি বই হল মেজর শফিকুল হক ডালিমের ‘মেজর ডালিম বলছি’।
২০০২ সালে প্রকাশিত এই বইটি এখন নীলক্ষেতের বই বাজারের শীর্ষে, যা মুক্তিযুদ্ধের পরবর্তী কিছু বিতর্কিত ঘটনার বর্ণনা তুলে ধরছে। এছাড়া, মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টুর লেখা ‘আমার ফাঁসি চাই’ বইটিও
এখন ব্যাপক জনপ্রিয়। এই বইটি ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা রিন্টু লিখেছেন।
বইটি প্রকাশের পর রাজনৈতিক বিতর্কের কারণে নিষিদ্ধ করা হয়, তবে বর্তমানে এটি বেস্টসেলার বইয়ের তালিকায় রয়েছে।
নীলক্ষেতের বই বিক্রেতারা বলছেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে যেসব বই নিষিদ্ধ ছিল, সেগুলোর এখন প্রচুর চাহিদা।
বই বিক্রেতারা জানান, “আগে এই ধরনের বই বিক্রি করার অনুমতি ছিল না, তবে এখন এসব বই খুব দ্রুত বিক্রি হচ্ছে। যেমন, ‘মেজর ডালিম বলছি’ এবং ‘আমার ফাঁসি চাই’ এখন অনেক বেশি চাওয়া হচ্ছে।
এভাবে ইতিহাসের এসব বই নীলক্ষেতের ফুটপাথে হঠাৎ করে বিক্রির শীর্ষে চলে এসেছে, যা পূর্বে কখনও ঘটেনি।
 Viral News BD Most Popular Bangla News & Entertainment.
Viral News BD Most Popular Bangla News & Entertainment.
				 
						
					 
						
					 
						
					 
						
					 
						
					