যাদের দ্রুত বীর্য স্খলন/ বীর্যপাত হয় তারা খাদ্য তালিকায় পরিবর্তন আনূন। দ্রুত বীর্যপাত(Quick ejaculating) রোধে ও যৌন জীবনকে উপবোগ্য করতে নিচের খাদ্য তালিকা অনুসরণ করুন। মনে রাখবেন কোন কিছু হতে টাইম লাগে না কিন্তু ঠিক হতে টাইম রাগে। আবার কারো কারো অল্প কিছুদিনের ভিতর সমাধন হয় আবার কারো কারো টাইম বেশি লাগে কারণ সবার শরীরের অবস্থা একই রকম না।
⇒ দ্রুত বীর্যপাত রোধে কম কোলস্টেরল ও কম চিনি(Sugar) সমৃদ্ধ খাবার খান।
⇒ প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এক কাপ গরম দুধের সাথে ১০ টি বাদাম (পানিতে ভিজিয়ে রাখা), জাফরান, এক চিমটি আদা(Ginger) ও এক চিমটি এলাচ মিশিয়ে খান।
⇒ যৌন জীবনকে উপভোগ করতে নিয়মিত পুষ্টিকর(Nutritious) খাবার খান।
♦ মনে রাখবেন যৌন জীবনে অশান্তি মানেই হলো আপনার জীবন তেজপাতা !
সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
Viral News BD Most Popular Bangla News & Entertainment.