প্রথমবার মি’লনের আগে এই ৪টি জিনিস অবশ্যই করবেন

আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের মাঝে অরেকটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজ আপনাদের জানাবো প্রথমবার মিলনের আগে যে ৪টি জিনিস অবশ্যই করবেন। মিলনের সময় একজন পুরুষ ও স্ত্রী এর কী কী করণীয় থাকতে পারে তার একটি সম্যক ধারণা আমরা দিচ্ছি মাত্র। বাকিটা সবার পরস্পরের মধ্যে বোঝাপড়া এবং ভালোবাসার ব্যাপার।

১) পুরুষের উচিত সঙ্গিনীর দেহের নানা সংবেদনশীল জায়গায় চুমু(Kiss) খাওয়া। যা তাদের মিলনের আনন্দকে কয়েকগুন বাড়িয়ে দেওয়ার পাশাপাশি পরস্পরের প্রতি ভালোবাসাও প্রকাশ করবে।

২) মিলনের সময় পুরুষের উচিত তার সঙ্গিনীকে দেহের কাছে বুকের মধ্যে মিশিয়ে রাখা। এতেও ভালোবাসা প্রকাশ পায়। যা খুবই ইতিবাচক।

৩) মিলনের সময় মাথায় রাখা উচিত কামের থেকে ভালোবাসা ই যেন বেশি করে প্রকাশ পায়। যা পরষ্পরের মনেই এক ইতিবাচক প্রভাব ফেলে।

৪) মিলনের সময় একজন পুরুষেরই দ্বায়িত্ব বেশি তার সঙ্গিনীকে খুশি (Happy)করা। তাই ফোরপ্লে করতেও তাকে জানতে হবে।

সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।