লস অ্যাঞ্জেলেস,
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে চলছে ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানল। আগুনের গ্রাসে ইতিমধ্যেই পুড়ে গেছে কয়েক হাজার একর জমি। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। হাজার হাজার মানুষকে রাত কাটাতে হচ্ছে অস্থায়ী শিবিরে। তবে দাবানলের এই বিপর্যয়ের মাঝেও ঘটে চলেছে অবিশ্বাস্য কিছু ঘটনা।
এলাকার কিছু বাসিন্দার অভিযোগ, যখন সবাই আগুন থেকে বাঁচার জন্য প্রাণপণে চেষ্টা করছে, তখন কিছু ব্যক্তি সুযোগ নিয়ে তাদের ফেলে আসা ঘরবাড়ি লুট করছে। এদের মধ্যে কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত বলে জানা গেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, আগুনের ধোঁয়ার আড়ালে চুরি করার চেষ্টার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্রসহ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
এক প্রত্যক্ষদর্শীর কথায়, “সবাই যখন বাঁচার জন্য ছুটছে, তখন কিছু লোক এই দুর্যোগকে সুযোগ হিসেবে ব্যবহার করছে। আমরা আমাদের জীবন নিয়ে পালিয়েছি, কিন্তু ফিরে এসে দেখি ঘর থেকে অনেক কিছু চুরি হয়ে গেছে।”
স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দাবি করা হয়েছে যে, লুটপাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু দাবানলের ভয়াবহতা এবং শরণার্থী শিবিরে মানবিক সংকটের কারণে প্রশাসনের ওপর চাপ বাড়ছে।
Viral News BD Most Popular Bangla News & Entertainment.