দশম শ্রেণির পরীক্ষার শেষদিন। দীর্ঘদিন দেখা হবে না বান্ধবীদের সঙ্গে। তাই একে অপরের জামায় ‘শুভেচ্ছা বার্তা’ লিখে দিয়েছিল ভারতের ঝাড়খণ্ডের ধানবাদের এক বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা। কিন্তু সেই অপরাধে ৮০ জন ছাত্রীকে জামা খুলিয়ে শুধু ব্লেজার পরিয়ে বাড়ি পাঠিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়।
গত শুক্রবার স্কুলটির দশম শ্রেণির শেষ পরীক্ষা ছিল। পরীক্ষার পরে আবেগপ্রবণ হয়ে একে অপরের শার্টে নানা বার্তা লিখে দিচ্ছিল ছাত্রীরা। অনেক ক্ষেত্রেই বন্ধুরা বিদায়ের দিনে এমন করে থাকেন। কিন্তু বিষয়টি প্রধান শিক্ষকের নজরে পড়তেই গোল বেঁধে যায়। পুরো বিষয়টিতেই আপত্তি জানান তিনি। প্রধান শিক্ষক বকাঝকা শুরু করলে ছাত্রীরা ক্ষমা চেয়েও কোনো সুরাহা পায়নি। ছাত্রীদের অভিযোগ, ক্ষুব্ধ ওই প্রধান শিক্ষক ৮০ জন ছাত্রীকে বার্তা লেখা ওই জামাগুলি খুলে ফেলার নির্দেশ দেন। শেষমেশ শার্ট ছাড়া শুধুমাত্র ব্লেজার পরেই বাড়ি ফিরতে হয় দশম শ্রেণির ছাত্রীদের। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়।
এ ঘটনায় স্কুলের সামনে বিক্ষোভ করেন অভিভাবকরা। তাদের অভিযোগ, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছে ছাত্রীরা। ওই প্রধান শিক্ষকের কাছে পুলিশ এবং জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছেন অভিভাবকরা। ধানবাদের ডেপুটি কমিশনার মাধবী মিশ্র জানান, এই ঘটনায় চার সদস্যের এক দল গঠন করে তদন্ত শুরু হয়েছে। ছাত্রীদের সঙ্গেও কথা বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: জনকণ্ঠ । Janakantha
Viral News BD Most Popular Bangla News & Entertainment.