‘সে আর নাই’। স্বামীর মৃত্যুর দুঃসংবাদ ফেসবুকে পোস্ট করে এভাবেই লিখলেন দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। আরও লিখেছেন, ‘আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে।’
তনির পোস্ট থেকে জানা যায়, মঙ্গলবার ব্যাংককের সময় দিনগত রাত ৩টা ০৩ মিনিটে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তার স্বামী শাহাদাত হোসাইন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন তনির বয়োজ্যেষ্ঠ স্বামী। তাকে নিয়ে প্রায়ই ফেসবুকে ভিডিও আপলোড করতেন এই নারী উদ্যোক্তা। নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিতেন দাম্পত্য জীবনের নানা মুহূর্ত। যার কারণে প্রায়ই কটাক্ষের শিকার হতেন তারা।
শাহাদাত হোসাইন ছিলেন একজন সফল ব্যবসায়ী। তিনি তনির দ্বিতীয় স্বামী ছিলেন। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তনি। এরপর বয়সে অনেক বড় শাহাদাত হোসাইনকে ভালোবেসে বিয়ে করেন।
 Viral News BD Most Popular Bangla News & Entertainment.
Viral News BD Most Popular Bangla News & Entertainment.
				 
						
					 
						
					 
						
					 
						
					 
						
					