লালমনিরহাটে আজহারীর মাহফিল শুনতে এসে ট্রেনে কাটা পড়ে রাজ (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার হাজরানীয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দিনাজপুরের বিরল থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী এক্সপ্রেস ৭১ ট্রেনটি কালীগঞ্জ উপজেলার উত্তরন কলেজ এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে থাকা রাজ অসাবধানতাবশত পড়ে গিয়ে কাটা পড়ে মারা যায়। রাজ কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের উত্তর মুশরত এলাকার মহুবার রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে লালমনিরহাটে আজহারীর মাহফিল শুনে ট্রেনে করে বাড়ি ফিরছিল রাজ। কিন্তু ট্রেনের ছাদে বসে থাকার কারণে অসাবধানতাবশত পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয় সে।
এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ওসি মামুন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “খবর পেয়ে লালমনিরহাট রেলওয়ে থানা থেকে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।”
এই মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Viral News BD Most Popular Bangla News & Entertainment.