প্রথমবারের মতো রীতি ভেঙে আগামী সোমবার কয়েকজন বিশ্বনেতাকে নিজের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প।আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, এল সাদভাদরের প্রেসিডেন্ট নাঈব।
তবে বাবার মত আখ্যায়িত করা মোদী আমন্ত্রণ পাননি । তবে ট্রাম্পের কাছের মানুষ হিসেবে পরিচিত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না। ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেত্তি জানান, ‘কাদের আমন্ত্রণ জানানো হয়েছে এই তালিকা দেখিনি। তবে আমি জানি পরবর্তী জাতীয় নিরাপত্তা পরামর্শক হতে যাচ্ছেন মাইক ওয়াল্টজ। তিনি প্রতিনিধি পরিষদে ভারতীয় রাজনৈতিক সমিতির চেয়ারম্যান। ’
তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প একটা বিষয়ে ঠিক আছেন। আমরা দুই দেশের মধ্যে আরও গুরুত্বপূর্ণ আলোচনা চাই। আমরা চীনের ওপর থেকে নির্ভরতা কমাতে চাই। স্বাস্থ্যখাত, ওষুধ শিল্প থেকে শুরু করে ইলেক্ট্রনিক্সে আমরা চীনের বিকল্প খুঁজছি। ভারতই আমাদের পছন্দ।’
এই কূটনীতিক জানান, তার মতে এখন কারা শপথ অনুষ্ঠানে যাচ্ছেন, সেটি খুব বড় কোনো ইস্যু নয়। বিশেষ করে মোদির জন্য। কারণ তিনি ট্রাম্পের সঙ্গে খুব শিগগিরই দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা তার। তিনি বলেন, ‘আমার আত্মবিশ্বাস আছে ট্রাম্প শপথ নেওয়ার খুব কম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী মোদি দ্বিপক্ষীয় বৈঠক করতে যাবেন।
Viral News BD Most Popular Bangla News & Entertainment.