ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যেই সীমান্তে বো..মা ছুঁড়ল ভারতীয়রা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই দেশের নাগরিকদের মধ্যে আবারো দেখা দিয়েছে উত্তেজনা।

শূন্যরেখায় দফায় দয়ায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।স্থানীয়রা জানান সকালে ভারতের কয়েক নাগরিক সীমান্তে বাংলাদেশের অংশে আম গাছের ঢালপালা কাটছিল সেসময় বাংলাদেশিরা বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়।

স্থানীয়দের অভিযোগ ভারতীয়রা ইটপাটকেল ও পাথর ছুঁড়ে মারার পাশাপাশি ককটেল বিষ্ফোরণ ঘটায়।এসময় কয়েকজন কৃষক আহত হন।দুই পক্ষকে সীমান্ত থেকে সরিয়ে দিতে বিজেবি কাজ করছে।

ভিডিও দেখতে: https://youtu.be/FM_8udWzHqY?si=VTEzZ0FDV97uyrAS