হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবে না আওয়ামী লীগ, ইনুর পুরনো বক্তব্য ভাইরাল

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ২০১৭ সালে কুষ্টিয়ার মিরপুরে দলীয় জনসভায় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশে এক উত্তেজনাপূর্ণ বক্তব্য দেন।

তিনি বলেন, “আপনি (আ.লীগ নেতা) আশি পয়সা। আর এরশাদ, দিলীপ বড়ুয়া, মেনন আর ইনু মিললে এক টাকা হয়। আমরা যদি না থাকি, তাহলে আশি পয়সা নিয়ে রাস্তায় ফ্যা-ফ্যা করে ঘুরবেন। এক হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবেন না।”

এছাড়া ইনু উল্লেখ করেন, তিনি দেশের স্বার্থে শেখ হাসিনার সঙ্গে ঐক্য করেছেন এবং খালেদা জিয়াকে বর্জন করেছেন। তিনি আরও বলেন, “জাসদ ঐক্যের মর্যাদা রাখবে, পায়ে পা লাগিয়ে ঝগড়া করবেন না।”

ইনুর এই বক্তব্য আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে, এবং রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সৃষ্টি করেছে।

ভিডিও দেখুন: https://youtu.be/XGXo4_ZjIkY?si=Y4rhAEGj5h6OgVOF