ব্যারিস্টার সুমনের পেছনে দাঁড়িয়ে লাস্যময়ী হাসি দিয়ে ভাইরাল হওয়া জান্নাতুল পিয়া এবার ক্যামেরার সামনে আবার বললেন ব্যারিস্টার সুমনের কথা।
তাকে ব্যারিস্টার সুমন সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, ‘ভাই যার পেছনে হাসি দিয়েছি সে তো নাই। সে এখন এক জায়গায় আমি ভিন্ন জায়গায়।’
এই সম্পর্কে তার কাছে আরো জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন ব্যারিস্টার সুমন একজন সৎ মানুষ। সে কি কি কাজ করেছে ইতিমধ্যে আপনারা সবাই তা দেখেছেন।’
সবশেষ তিনি বলেন, ‘ আমরা একসাথে কাজ করতাম, করি। হ্যা আমরা একই চেম্বারে আছি, আমরা একই চেম্বারে কাজ করি। বিচারের কাজ চলছে। হলে তো আপনারা জানতেই পারবেন।’
প্রসঙ্গত, জান্নাতুল ফেরদৌস পিয়া একজন বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী। তিনি ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন।