চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান।
সকালে এম আর শহীদ প্যারেড গ্রাউন্ডে চট্টগ্রামে ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল রেজিমেন্টের ১৭ তম কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান |
এ সময় তিনি বলেন বাংলাদেশের নতুন রেজিমেন্টে উন্নত অস্ত্রসহ বহু সুবিধা অন্তর্ভুক্ত আছে। একই সাথে রেজিমেন্টের সদস্যদের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানান সেনাপ্রধান।
এই সময় তিনি বলেন, ‘যেকোনো সময়ে আধুনিক যুদ্ধাস্ত্র যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজেনাস ডিফেন্স পারফরমেন্স তৈরি করা শুরু করেছি। যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে।’
Viral News BD Most Popular Bangla News & Entertainment.