আমেরিকার ক্যালিফোর্নিয়ার পাহাড়ঘেরা একটি অভিজাত এলাকায় ছিল ব্যারিস্টার সুমনের বিলাসবহুল বাড়ি। শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতির সান্নিধ্যে গড়ে ওঠা এই বাড়িটি যেন এক খণ্ড স্বর্গ। বাড়ির চারপাশে ছিল সবুজ গাছপালা, ফুলের বাগান, আর পেছনে ছিল একটি বড় সুইমিং পুল। বাড়িটি তৈরিতে ব্যবহার করা হয়েছিল আধুনিক স্থাপত্যের সেরা উপাদান। কাঁচ আর কাঠের মিশ্রণে নির্মিত এই বাড়িটি ছিল পরিবেশবান্ধব ও নজরকাড়া।
কিন্তু প্রকৃতির ভয়াবহ রোষে একদিন সেই স্বপ্নপুরী মাটির সাথে মিশে যায়। দাবানলটি শুরু হয়েছিল পাশের একটি জঙ্গলে। প্রচণ্ড গরম আর বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। শহরের দমকল বাহিনী সর্বোচ্চ চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়।
রাজনৈতিক কারণে বর্তমানে ব্যারিস্টার সুমন কারাবন্দী থাকলেও তার পরিবার ছিলেন আমেরিকায়,
তথ্য সূত্রে জানা যায় দাবালনের শুরুতেই সেইফ জোনে চলে যান সুমনের পরিবার।
Viral News BD Most Popular Bangla News & Entertainment.