শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে ‘আপনারা দেখছেন বিশেষ আলোচনা অনুষ্ঠান, অতিথি : বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী (বীর প্রতীক)’ শিরোনামে ইলিয়াস হোসেনের লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা। সাংবাদিক ইলিয়াস হোসেনের নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত আলোচনা অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এই আলোচনায় রাশেদ চৌধুরী ১৫ আগস্ট হত্যাকাণ্ডের নানা অজানা তথ্য ফাঁস করেন।
আলোচনার এক পর্যায়ে সাংবাদিক ইলিয়াস হোসেন রাশেদ চৌধুরীকে প্রশ্ন করেন, বিএনপি ১৫ আগস্ট ক্যু করা সাবেক সেনা কর্মকর্তাদের দলে ফেরাতে বললে তারা দেশে ফিরবেন কিনা এই প্রশ্ন রাখেন। উত্তরে রাশেদ চৌধুরী বলেন, বিএনপি আমাদের স্বাগত জানালে আমরা অবশ্যই ফিরবো। যেকোনো দল, ছাত্রজনতা আমাদের স্বাগত জানালে আমরা দেশে ফিরে আসবো। দেশকে এখনো অনেক কিছু দেওয়ার আছে আমাদের।
দেশে ফেরার জন্য দুটি শর্ত জুড়ে দিয়ে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে যে দুটি কনভিকশন আছে একটি মুজিব হত্যার বিচার ও অন্যটি জেল হত্যা। এ দুটি মামলা তুলে নিতে হবে। যদি এগুলো না উঠানো হয় তবে দেশে ফিরলে ধরে ফেলবে। বিডিআর হত্যার সব অভিযোগ নাকচ করে দেওয়া হচ্ছে তবে ১৫ আগস্টের কাহিনি নয়, প্রশ্ন রেখে রাশেদ চৌধুরী বলেন, ১৫ আগস্টের বিচার ছিল একটি প্রহসন,সেখানে কোনো সঠিক ডিফেন্স ছিল না। চাপ প্রয়োগ করে মিথ্যা সাক্ষী তৈরি করা হয়েছিল। প্রকৃতপক্ষে সঠিক বিচার হয়নি।
Viral News BD Most Popular Bangla News & Entertainment.