পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর তুমুল গোলাগুলি হয়েছে। এতে এক মেজরসহ দেশটির নিরাপত্তা বাহিনীর ৪ জন ও ১৩ সন্ত্রাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে পৃথক দুই জায়গায় এ ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন। এ ছাড়াও এ বিষয়ে বিবৃতি দিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মির আলিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেইসময় গোলাগুলিতে ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছে।
তবে এই অভিযানের সময় অভিযানের নেতৃত্ব দেওয়া মেজর হামজা ইসরার (২৯) নিহত হয়েছেন। এ ছাড়া অভিযানের সময় সিপাহি মুহাম্মদ নাঈম (২৬) নিহত হয়েছেন। স্থানীয় সূত্রের বরাতে ডন জানায়, উত্তর ওয়াজিরিস্তানের আরেক জায়গায় সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি হয়।
এতে দুইজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। অন্যদিকে সাতজন সন্ত্রাসী নিহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দাত্তা খেল ক্যাম্প থেকে গুন্দি পোস্ট যাওয়ার পথে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর কনভয়ে হামলা চালায়। এরপরেই নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়।
এই ঘটনায় আইএসপিআরের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা হচ্ছে।
 Viral News BD Most Popular Bangla News & Entertainment.
Viral News BD Most Popular Bangla News & Entertainment.
				 
						
					 
						
					 
						
					 
						
					 
						
					