পূর্বঘোষিত ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকেই শাহবাগ থেকে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে ছাত্র-জনতার জমায়েত শুরু হয়।
ইতোমধ্যে ধানমন্ডি ৩২ বাড়িটির মূল ফটক,শেখ মুজিবের ভাস্কর্য,মুর্যাল, দরজা জানালাসহ অনেক কিছুই ভাঙ্গা শেষ।স্লোগানে স্লোগনে মুখর ধানমন্ডি ৩২। ভাঙচুর এর পাশাপাশি আগুন দেওয়া হয়েছে বাড়িটিতে।ইতোমধ্যে আনুমানিক রাত ৯ টা ১৫ এর দিকে বিক্ষোভকারীরা বাড়িটিতে আগুন দেন।এখনো আগুন নেভাতে কাউকে দেখা যায় নি।
এবার বিশিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট,ব্লগার পিনাকী ভট্টাচার্য তার ভেরিফায়েড ফেসবুক পেজে বলেছেন,যার যা কিছু আছে তাই নিয়া ধানমন্ডি ৩২ নাম্বারে আসেন। আজ যা হওয়ার হবে। ৩২ নাম্বার জয় বাংলা না করে ঘরে ফিরবো না। ঢাকায় যারা আছেন ঘরে বইস্যা থাইকেন না মেহেরবানী করে। সেনাবাহিনী বাধা দিলে যুদ্ধ হবে। দরকার হলে আবার রাজপথ রঞ্জিত হবে। ইতিহাসের দায় আমরা শোধ করবো।
Viral News BD Most Popular Bangla News & Entertainment.