ভাঙচুর শেষে ওবায়দুল কাদেরের বাড়ি এখন যা যা হচ্ছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের এবং তার ছোট ভাইয়ের বাড়ি গুঁড়িয়ে দিতে হামলা ও ভাঙচুর চালিয়েছে ছাত্র-জনতা। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা এলাকায় তার বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওবায়দুল কাদেরের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার জন্য একদল ছাত্র-জনতা বাড়ির গেট ও দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে বিক্ষুব্ধ জনতা দোতলায় ঢুকে ভেতরে থাকা কিছু আসবাব নিচে ফেলে দেয়।

পরে ওসব জিনিসে আগুন ধরিয়ে দেয় তারা। এ ছাড়া ভবনের ওপরেও আগুন দেওয়া হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত তার বাড়িতে ভাঙচুর করছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
এই বাড়িতে ওবায়দুল কাদের না থাকলেও তার ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা থাকতেন।

তবে ৫ আগস্ট তিনি সপরিবারে পালিয়ে যাওয়ার পর থেকেই বাড়িটি খালি পড়ে ছিল। এদিকে ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাতের বাড়িতেও ভাঙচুর করা হচ্ছে।
এ বিষয়ে নোয়াখালী বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আরিফ জানান, যারাই স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করবে, তাদেরই এই পরিণতি হবে। এখন সাধারণ শ্রেণি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।