অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক করা হয়েছে। বর্তমানে তারা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে রয়েছেন।
ডিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনও গ্রেপ্তারের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
গত ১৫ জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত এক বৈঠকে সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণকারীদের তালিকায় শাওনের নাম উঠে আসে। এরপর বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করা হয়।
অন্যদিকে, আলো আসবে গ্রুপের অ্যাডমিন হিসেবে পরিচিত অভিনেত্রী সোহানা সাবাকে একই অভিযোগে ধানমন্ডি থেকে আটক করা হয়।
Viral News BD Most Popular Bangla News & Entertainment.