বিশিষ্ট প্রবাসী সাংবাদিক ইলিয়াস সম্প্রতি আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন।
যেখানে ইলিয়াস উল্লেখ করেন, ২০১৩-১৪ সালের কথা৷ সারাদেশে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিলো যে, বিএনপি-জামায়াত নি’ষিদ্ধ দলের পর্যায়ে চলে গিয়েছিলো৷ যৌথ অ’ভিযানের নামে সারাদেশে চিরুনি অ’ভিযান চালিয়ে পাখির মতো গু’লি করে মা’রা হতো ছাত্রদল-ছাত্র শিবিরের নেতাকর্মীদের৷ পরিস্থিতি এমন দাঁড়িয়েছিলো তাদেরকে মা’রলে যেন কোন বি’চার নেই৷
হরতাল অবরোধে কথা উল্লেখ করে তিনি আরো উল্লেখ করেন, হরতাল অবরোধের ডাক দিলেই সড়কের মোড়ে-মোড়ে আওয়ামি স’ন্ত্রাসী’দের স’শ’স্ত্র ম’হড়া চলতো, মাঝেমধ্যে ছাত্রলীগ-যুবলীগের স’ন্ত্রাসী’রা পি’টিয়ে মে’রেছে পি’কেটার’দের৷ সেই পরিস্থিতিতেও বিএনপি-জামায়াতের সমর্থনে ঝটি’কা মি’ছিল হতো, পি’কেটিং হতো৷ আর আওয়ামিলীগের নেতারা পু’লিশি পাহারায় হুম’কি দিতো খেলা হবে৷
পু’লিশ এখন গু’লি করেনা, বি’জিবির টহল নেই তারপরেও তাদের আব্বার বাড়ি সাধারন মানুষ গিয়ে মাটিতে মি’শিয়ে দিলো অথচ গোটা শহরে একটা ছোট মি’ছিল করার সা’হস করতে পারলো না দলের কোন পর্যায়ের অঙ্গসংগঠন! তারাই আবার আমাদের সা’হস শিখাতে আসে৷
তিনি তাঁর পোস্টে আরো বলেন, দেশের বাইরে থেকে তারা আবার হু’মকি দেয় আমাদের তালিকা করা হচ্ছে৷ তোরা তালিকা করতে থাক তবে হাসিনা অধ্যায় বাংলাদেশে শেষ৷ যতো হু’মকি-ধ’মকি দিবি তত বি’পদে পড়বি৷ আরেকবার হু’মকি দিবি অ’পারেশন টুঙ্গিপাড়া চালানো হবে৷ তোদের আব্বার কব’রের আশপাশ ভে’ঙে সরকারি ক’বরস্থান বাননাো হবে, যাতে ১০ বছর পর কেউ চিনতে না পারে তোদের আব্বার ক’বর কোনটা৷ আর খেলতে চাইলে দেশে আয়, আমরা সবাই দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি৷ দেখা হবে, খেলা হবে খেলার মাঠে ইনশাআল্লাহ্৷
Viral News BD Most Popular Bangla News & Entertainment.