মার্চে দেশে ফিরবেন শেখ হাসিনা, নতুন অডিও রেকর্ড ফাঁস (লিংকসহ)

ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে দেওয়া তার বক্তব্যের ওই অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে পুরো জেলায় শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

ফাঁস হওয়া অডিওতে নিজাম হাজারী দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে। তিনি বলেছেন, আমরা মার্চের মাঝামাঝি বাংলাদেশে ফিরছি, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর থেকে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে সারা দেশে যে মামলাগুলো হয়েছে, সেগুলো এক নির্বাহী আদেশের মাধ্যমেই প্রত্যাহার হবে। তাই মামলা নিয়ে কেউ হতাশ হবেন না।

অডিওতে নিজাম হাজারী বলেন, ইউনুস সরকার অবৈধ। তারা আমাদের এমপিত্ব বাতিল করেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ‘প্রধানমন্ত্রীত্ব’ বাদ দিয়েছে। অনেকের মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর পদ বাতিল করেছে। কিন্তু এই সরকার অবৈধ, তাদের সে এখতিয়ার নেই।

তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরাও এমপি হিসেবেই আছি। অল্প কিছু দিনের মধ্যেই দেশে ফিরছি।

নেতাকর্মীদের মনোবল চাঙা রাখতে নিজাম হাজারী বলেন, অনেকে হামলার শিকার হয়েছেন, বাড়িঘর লুটপাট হয়েছে, ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ হয়েছে। কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। আমরা বাঙালি, মাথা উঁচু করে বাঁচতে শিখেছি। আমাদের ঐক্যের বিকল্প নেই। সবাই ঐক্যবদ্ধ থাকুন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট সরকারের পতনের পর নিজাম হাজারী ও তার অনুসারীরা ফেনী ছেড়ে চলে যান। এদিকে, গত কয়েক মাসে নিজাম হাজারীর আটকের কয়েকটি ভুয়া খবরও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।