ব্রেকিং নিউজঃ শেখ হাসিনা পালায়নি, আছেন যেখানে

গণঅভ্যুত্থানের ফলস্বরূপ শেখ হাসিনার পতনের পর ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগকে পালানো বলা যায় না, এমনটাই মন্তব্য করেছেন সাবেক সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান।
বুধবার (২০ ফেব্রুয়ারি) একটি টেলিভিশন চ্যানেলের টক-শো তে এ কথা বলেন তিনি।
তিস্তার হিস্যা পাওয়া যাবে কিনা সে বিষয়ে প্রশ্ন করলে বদিউর রহমান জানান, ‘সেটা অনেকটা নির্ভর করবে আন্তর্জাতিকভাবে ফলপ্রসু চাপ প্রয়োগের ওপর। ভারত পেতে চায় বেশি, দিতে চায় কম। ভারত যদি মনে করে তিস্তার পানির ভাগ দিলে তাদের সামান্যতমও ক্ষতি হতে পারে তাহলে তারা পানি দিবে না।’

তিনি আরও বলেন, ‘এই যে তিস্তা নিয়ে দুই দিনের সম্মেলন করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, হাটু পানিতে নেমে মিছিল করলো, এগুলোর পলিটিক্যাল গেইন আছে। বহিরাগত এবং অভ্যন্তরীণ দুইভাবেই। বহিরাগত পলিটিক্যাল গেইন হলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে তিস্তা প্রকল্প নিয়ে আন্দোলন করছে, সারা বিশ্বে এই বিষয়টির প্রচার হচ্ছে। তাদের ইমেজ বৃদ্ধি পাচ্ছে। আরেকটি হলো বাংলাদেশের ভিতরে শেখ হাসিনার পতনের পরে ভারত বিরোধী মনোভাবটা এখনো চাঙ্গা আছে। এই সুযোগটা তারা কাজে লাগাচ্ছে।’
শেখ হাসিনার পালানোর ব্যাপারে বদিউর রহমান বলেন, ‘সবাই বলে শেখ হাসিনা পালিয়ে গেছে। কিন্তু আমি বলবো শেখ হাসিনা পালালো কিভাবে? সে তো সবার সামনে দিয়ে গেলো। গাড়ি থেকে হেলিকপ্টারে উঠলো, সবাই দেখলো। তাহলে এটা তো পালানো হয় না। কোনো না কোনো আপসের ভিত্তিতে সে গেছে।’