বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজশাহী বাগমারায় ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের অভিযোগে রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হককে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর আদাবর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, গত ০৪ আগস্ট রাজশাহী বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণ চালায় রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক ও তার সহযোগীরা।
এবার সেই আলোচিত সাবেক সংসদ ইঞ্জিনিয়ার মো. এনামুল হক আবারো আলোচনায়।নারী কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন সাবেক এই এমপি।এক তরুণীর সঙ্গে তার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ছড়িয়ে পড়েছে। এতে ওই তরুণী অভিযোগ করেন, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছর ধরে এমপি এনামুল তাকে ধর্ষণ করছেন।
ভিডিওতে রাজশাহী কলেজের ছাত্রী পরিচয় দিয়ে ওই তরুণী বলেন, ‘চাকরি দেওয়ার নাম করে এমপি এনামুল হক আমাকে সাত বছর ধরে ধর্ষণ করে আসছেন। কিন্তু চাকরি দেননি।’ এমপির সঙ্গে পরিচয়ের বিষয়ে তিনি জানান, কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করার সময় তিনি এনামুল হকের নজরে পড়েন। এরপর ফোন করে প্রেমের প্রস্তাব দেন। পরে চাকরি ও বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে শারীরিকভাবে মেলামেশা করেছেন।
আগেও একাধিক নারীর সঙ্গে এনামুল হকের অডিও-ভিডিও ফেসবুকে ছড়িয়েছে। তারও আগে লিজা নামে এক নারী তার সঙ্গে গোপনে প্রেম ও বিয়ের তথ্য প্রকাশ করেন। এরপর এনামুল হক তাকে ডিভোর্স দিয়ে আলোচিত হন।
এলাকাবাসীসহ সাধারণ জনতার দাবি যত দ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করে তাকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
Viral News BD Most Popular Bangla News & Entertainment.