পতিত সরকারের আমলে অনেক গণমাধ্যম ও নির্দিষ্ট সাংবাদিকের প্রবেশ বন্ধ ছিলো হাসিনার গণভবনে। তবে সরকার পতনের পর এখন আর সেই বাঁধা নেই। সম্প্রতি হাসিনার আমলে গণভবনে প্রবেশাধিকার হারানো একটি গণমাধ্যম গিয়েছিলো গণভবনের ভিতরে। সেখানে তারা পেয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র।
গণমাধ্যম সূত্র বলে, খুবই আশ্চর্যজনকভাবে তারা হাসিনার বেডরুমে একটা প্রিন্ট আউট পায়। যেখানে লেখা ছিল, ধর্মে মানুষ খুন নিয়ে কী বলা আছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ১৪০০ মানুষ শহীদ হয়। সেই সাথে আহত হয় হাজার হাজার মানুষ। এছাড়া হাসিনার আমলে গুম, খুন ও নির্যাতন হয় বহু মানুষ।
সূত্র:
 Viral News BD Most Popular Bangla News & Entertainment.
Viral News BD Most Popular Bangla News & Entertainment.
				 
						
					 
						
					 
						
					 
						
					 
						
					