ঢাকায় ১৪৪ ধারা জারির খবর, সর্বশেষ যা জানা গেল

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি তথ্য প্রচার করা হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, রাজধানীর অবস্থা খারাপ, তাই ১৪৪ ধারা জারি করা হয়েছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে ক্যাপশনে দেয়া পোস্টে এমন তথ্য প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, গত ৫ মার্চ থেকে এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হচ্ছে। সেই সঙ্গে পোস্টের কমেন্ট বক্সে সূত্র হিসেবে ‘প্রিয়বাংলা২৪’ নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত সংবাদের লিংক জুড়ে দেয়া হচ্ছে।

যদিও ওই লিংকটিতে প্রবেশ করলে সেটি ব্লগস্পটের ‘প্রিয় বাংলা’ নামের ডোমেইন সাইটে নিয়ে যায়। যেখানে ‘অবস্থা খুবই খারাপ, ১৪৪ ধারা জারি’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদনও পাওয়া যায়।

তবে রাজধানী ঢাকায় সম্প্রতি ১৪৪ ধারা জারির কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। বরং, ভিন্ন ঘটনার পুরোনো খবরকে ওই শিরোনাম দিয়ে প্রচার করা হয়েছে।

অন্যদিকে ডোমেইন সাইটিতে প্রকাশিত ওই প্রতিবেদনটি থেকে জানা যায়, ময়মনসিংহ নগরীর থানাঘাট এলাকার হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (রহ.) এর মাজার ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। গত ১৪ জানুয়ারি সকাল ৯টা ৪৫ মিনিট থেকে শুরু হয়ে একই দিন সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত এই আদেশ কার্যকর ছিল।

এ বিষয়ে ওই সময় জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ সিটি করপোরেশনের থানাঘাট থেকে ট্রাফিক অফিস পর্যন্ত জায়গায় একই সময়ে একাধিক পক্ষ সভা-সমাবেশের ঘোষণা দেয়। এতে ওই এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা তৈরি হয়। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয় প্রশাসন।

অর্থাৎ, ১৪৪ ধারা জারির খবরটি সাম্প্রতিক সময়ের নয় এবং এটি ঢাকারও কোনো ঘটনা নয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে অনুসন্ধানে জাতীয় একটি দৈনিকেও গত ১৪ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

আরও পড়ুন: ‘বাংলাদেশে নির্বাচনের তারিখ ঘোষণা ট্রাম্পের’, ইন্টারনেটে প্রচারিত এমন দাবিটি ভুয়া

অন্যদিকে সম্প্রতি ঢাকার কোনো স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে কিনা, সে বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও দেশের মূল ধারার গণমাধ্যম কিংবা বিশ্বাসযোগ্য কোনো সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি। যদিও সাধারণত এমন কোনো আদেশ হলে সেটি দেশের মূলধারার গণমাধ্যমে প্রচার হওয়ার কথা। সুতরাং, ঢাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত খবরটি ভুয়া ও বানোয়াট।