সারাদেশে অস্থিরতা, নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শিগগিরই আসন্ন নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময় উল্লেখ করেছেন, তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সবাইকে অপেক্ষা করতে হবে।

আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি এবং নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করতে কিছুটা সময় লাগবে। তিনি বলেন, পুলিশ প্রশাসন এখনো কাঙ্ক্ষিত মাত্রায় কার্যকরভাবে কাজ শুরু করতে পারেনি, তবে ইতোমধ্যেই তাদের উন্নতি হয়েছে।