ফিরতি ঈদযাত্রায় সড়ক পরিবহন আইন লঙ্ঘন করে ওভার স্পিডে গাড়ি চালানোসহ বাড়তি ভাড়া নেওয়া বন্ধে ঢাকাসহ সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
শুক্রবার (৪ এপ্রিল) বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং), মোটরযান পরিদর্শক ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
বিআরটিএ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ লঙ্ঘনের অভিযোগে পরিচালিত এই অভিযানে মোট ৩৩৮টি মামলা দায়ের করা হয়। এতে জরিমানা আদায় হয়েছে মোট ৬ লাখ ৮০ হাজার ৮০০ টাকা। পাশাপাশি ৪টি মোটরযান ডাম্পিং (অপসারণ) করা হয়েছে।
অভিযানে ধরা পড়া বিভিন্ন অনিয়মের মধ্যে উল্লেখযোগ্য ছিল—অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত মাল বহন (ওভারলোড), হাইড্রোলিক হর্ন ব্যবহার, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং একাধিক যাত্রী বহনসহ নানা ধরণের আইন লঙ্ঘন।
বিআরটিএ জানিয়েছে, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
Viral News BD Most Popular Bangla News & Entertainment.