বিনোদন ডেস্ক : “চুম্বক” নামের ওই ওয়েব সিরিজটি নির্মিত হয়েছে একাধিক বোল্ড দৃশ্য নিয়ে। যেখানে প্রতি মুহূর্তে আপনি দেখতে পাবেন শরীর নিয়ে খেলা এবং বেড সিন।
কয়েক বছর আগে বিনোদন জগতে যুক্ত হয়েছেন ইরোটিক ওয়েব সিরিজ। যেখানে এক দশক আগে বিনোদন মানেই ছিল বলিউডের আধিপত্য, সেখানে আজ ওটিটি প্লাটফর্মের হাত ধরে বিনোদন জগতে যুক্ত হয়েছে নতুন স্বাদ। আজকের দিনে দাঁড়িয়ে একথা জোর দিয়ে বলা যেতেই পারে, বর্তমানে বেশিরভাগ সোশ্যাল মিডিয়া প্রেমীরা ডিজিটাল প্লাটফর্মে বসে ঘাম ঝরানো ওয়েব সিরিজ উপভোগ করতে পছন্দ করছেন।
শুরুর দিকে উল্লু, প্রাইম শর্ট কিংবা নেটফ্লিক্সের মতো হাতে গোনা কয়েকটি ডিজিটাল প্লাটফর্ম থেকে ওয়েব সিরিজ রিলিজ করা হলেও বর্তমানে সোশ্যাল মিডিয়া প্রেমীদের চাহিদার কথা মাথায় রেখে প্রতিমুহূর্তে গজিয়ে উঠছে নিত্য নতুন ডিজিটাল প্লাটফর্ম। আর এই সমস্ত প্লাটফর্ম থেকে প্রতিনিয়ত রিলিজ করা হচ্ছে যৌ*তায় পরিপূর্ণ ওয়েব সিরিজ।
আমরা আপনাদের বলি, মাস তিনেক আগে উল্লু অ্যাপ্লিকেশনে রিলিজ করা হয়েছে অসাধারণ একটি ওয়েব সিরিজ। “চুম্বক” নামের ওই ওয়েব সিরিজটি নির্মিত হয়েছে একাধিক বোল্ড দৃশ্য নিয়ে। যেখানে প্রতি মুহূর্তে আপনি দেখতে পাবেন শরীর নিয়ে খেলা এবং বেড সিন। যা আপনাকে মুহূর্তের মধ্যে উত্তেজিত করে তুলবে।
এই ওয়েব সিরিজের গল্পটি একজন ডাক্তার এবং তার নারী পেশেন্টের উপর চিত্রায়িত হয়েছে। ওয়েব সিরিজের ট্রেলারে দেখা যাচ্ছে পেশেন্টের সেক্সি ফিগারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন ডাক্তার। এরপর দিনের পর দিন ওই পেশেন্টের সাথে বিছানা ভাঙা রোমান্স করেন ডাক্তার।
যদিও পরবর্তীতে ডাক্তার জানতে পারেন ওই পেশেন্টের আত্মীয় একজন ডন। এরপর ওই পেশেন্ট নিজের ডন আত্মীয়কে হত্যা করার পাশাপাশি ডাক্তারের স্ত্রীকেও হত্যা করার পরিকল্পনা করেন। এর পরের ক্লাইম্যাক্স দেখতে হলে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে উল্লু অ্যাপ্লিকেশনে।
Viral News BD Most Popular Bangla News & Entertainment.