লজ্জা নয় জানতে হবে, পায়ু পথে মি;লন করলে কি মেয়েরা যৌ;ন তৃপ্তি পায়

মেয়েদের বায়োলজিকাল গঠন কখনো এই পথে যন্ত্রণাদায়ক শারীরিক সম্পর্ক করার জন্য প্রমোট করে না। পায়ুছিদ্রের কাছে বেশ কিছু সেন্সরি নার্ভ (যা অনুভব করতে সাহায্য করে) থাকায় বহু নারী তা থেকে যৌন তৃপ্তি অনুভব করে। তা এনাল সেক্সের মাধ্যমে হতে পারে বা কোনও সেক্স টয় ব্যবহার করে হতে পারে। এর দ্বারা পায়ুছিদ্রে থাকা নার্ভগুলি stimulate হয় এবং যৌন তৃপ্তি দেয়। আবার অনেকেই এনাল একেবারে পছন্দ করে না প্রবল ব্যথা অনুভব করার জন্য। এটা একেক জনের ক্ষেত্রে একেকরকম। এনাল অনেকটা কড়া কফির মতন। কারও তৃপ্তি লাগে কারও তিতো।

অনেক ছেলের যৌন উত্তেজনা আকাশ চুম্বি হওয়ার মনে করে ‘”পর্ণে তো দেখছি সব পথেই সেক্স করে” তাই মনে করে মেয়ে কান্না করলে বা ব্যাথা দিলেতো পুরুষত্ব প্রকাশ পায়’। তাই পায়ুপথে সেক্স করতে চায়। মানুষের পায়ুপথে যোনীর মতো elastic muscle থাকে না, ফলে এটি সহজে stretch হয় না। পায়ুপথের পেছনে থাকে আমাদের শিরদাঁড়ার এক্সটেনশন। পাশাপাশি পায়ুপথ যোনীর মতো লুব্রিকেটেড থাকে না। তাই, elasticity ও lubricant না থাকায় এই রাস্তা দিয়ে জোর করে সঙ্গম করলে ভয়াবহ যন্ত্রণা, শারীরিক সমস্যা দেখা দেয়। এরকম যন্ত্রণাদায়ক প্রক্রিয়া কারনে পায়ুপথে রক্তক্ষরণ ও হেমোরেজিক শক হতে পারে । রক্তক্ষরণের কারণ হলো অতিরিক্ত প্রেশারের কারণে আশপাশের মাসল ছিঁড়ে যাওয়া। সে*ক্সের জায়গা হচ্ছে যোনি পিছনে নয়, যোনি থেকে পিচ্ছিল রস বের হয়, পায়ুতে পিচ্ছিল হয় না এজন্য তৃপ্তির চেয়ে ব্যাথা হয় বেশি।

তাছাড়া পায়ুপথে করার কারনে বিভিন্ন যৌন রোগে আক্রান্ত হবার সম্ভবনা থাকে।