সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে বিভ্রান্তি কাটাতে নতুন তথ্য জানালেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। তিনি বলেন, মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ অর্থ মন্ত্রণালয়ের।
কবে আসছে মহার্ঘ ভাতা?
গত ৯ জানুয়ারি সচিবালয়ে গণমাধ্যমকে মোখলেস উর রহমান জানিয়েছিলেন, আগামী ৩০ জুনের মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হতে পারে। তবে ভাতার পরিমাণ সম্পর্কে তখন কিছু বলেননি। কিন্তু ২৮ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ভিন্ন তথ্য দিয়ে বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
২ ফেব্রুয়ারি নতুন করে এই বিষয়ে অবস্থান স্পষ্ট করেন জনপ্রশাসন সচিব। তিনি বলেন, ” ভাতা দেওয়ার বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয়, এটি অর্থ মন্ত্রণালয়ের বিষয়। অর্থ মন্ত্রণালয় যা বলবে, সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।”
চার বিভাগকে প্রদেশ করার সুপারিশ
এদিকে, জনপ্রশাসন সংস্কার কমিশন দেশের চারটি বিভাগ—ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী—কে প্রদেশ করার সুপারিশ করেছে। ৫ ফেব্রুয়ারি এই সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন মোখলেস উর রহমান।
Viral News BD Most Popular Bangla News & Entertainment.