ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা মাহিয়া মাহি। বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজে আছেন এই নায়িকা। বন্ধু-বান্ধবীদের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন তিনি। শুধু তাই নয়, নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নাম লেখান রাজনীতিতেও। বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে ছিলেন মাঠে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতেও (একাংশ) ছিলেন এই চিত্রনায়িকা।
শুধু তাই নয়, একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলেন মাহি। কিন্তু দলীয় প্রতীক না পাওয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরে দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে আবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেন তিনি। তবে প্রতীক না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন এই অভিনেত্রী। সেই সময় নির্বাচনী প্রচার-প্রচারণার একটি ভিডিও ক্লিপ এখন নেটদুনিয়ায় ভাইরাল। ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়- মঞ্চে বিএনপির বিরুদ্ধে কবিতা পড়ে শোনাচ্ছেন মাহিয়া মাহি।
নায়িকার কথায়, তাদের রাস্তায় রাস্তায় মানুষ খুন। আবার আছে দুর্নীতির গুণ। সেই বিএনপি আর না আর না। আর ২১ আগস্টের ঘটনা, মানুষকে বলেছিল রটনা। সেই বিএনপি আর না আর না। কর্মী তাদের দেশ জ্বালায়, নেতা তাদের দেশ থেকে পালায়। সেই বিএনপি আর না আর না। আরে সন্ত্রাসী তলে তলে, দেশ উন্নয়নে শরীর জ্বলে। সেই বিএনপি আর না আর না।
ভাইরাল ভিডিওটি নিয়ে ইতোমধ্যেই ফেসবুকে চলছে তুমুল সমালোচনা। নানা নেতিবাচক কথায় ভরে যাচ্ছে মন্তব্যের ঘর। প্রসঙ্গত, মাহিকে সবশেষ শাকিবের ‘রাজকুমার’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এরপর অভিনয় নিয়ে ব্যস্ততা না থাকলেও মডেলিংয়ে সময় দিচ্ছেন তিনি। কয়েক দিন পরপর ভিন্ন সাজে দেখা মেলে এই চিত্রনায়িকাকে।
 Viral News BD Most Popular Bangla News & Entertainment.
Viral News BD Most Popular Bangla News & Entertainment.
				 
						
					 
						
					 
						
					 
						
					 
						
					