বলিউডে শোকের ছায়া। স্তব্ধ কাপুর পরিবার। প্রয়াত হলেন প্রযোজক বনি কাপুর, অভিনেতা অনিল ও সঞ্জয় কাপুরের মা নির্মল কাপুর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। শুক্রবার (২ মে) বিকেল ৫:৪৫ মিনিটে কোকিলাবেন ধীরুবাই আম্বানি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান নির্মল কাপুর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন তিনি।
তার মৃত্যুতে বলিউডের এক ঝাঁক তারকা একসঙ্গে স্বজন হারাল। মা হারালেন প্রযোজক বনি কাপুর, অভিনেতা অনিল ও সঞ্জয় কাপুর। স্বজনহারা হলেন বলিউড তারকা জাহ্নবী, খুশি, অর্জুন, শানায়া ও সোনম কাপুর। তারা সবাই নির্মল কাপুরের নাতি-নাতনি।
এদিকে বলিউড অভিনেত্রী কারিনা ও কারিশমা কাপুরের মা ববিতা কাপুরের কাজিন অনিল কাপুর। এ হিসেবে কারিনা ও কারিশমা কাপুরও তাদের পরিবারের এক সদস্য হারিয়ে শোকাহত। ব্যক্তিজীবনে প্রয়াত প্রযোজক সুরিন্দর কাপুরকে বিয়ে করেছিলেন নির্মল। তাদের সংসারে চার সন্তান। অনিল কাপুর, রীনা কাপুর, বনি কাপুর, সঞ্জয় কাপুর। আজ শনিবার (৩ মে) মায়ের মরদেহ নিয়ে শ্মশানে পৌঁছান বনি, অনিল ও সঞ্জয় কাপুর। দুপুর ১২টায় পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে নির্মল কাপুরের শেষকৃত্য পালন করেন।
 Viral News BD Most Popular Bangla News & Entertainment.
Viral News BD Most Popular Bangla News & Entertainment.
				 
						
					 
						
					 
						
					 
						
					 
						
					